ফিলিস্তিনি বন্দিদের সবার শেষে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত ইসরায়েলের

|

চলতি সপ্তাহেই কারাবন্দিদের করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আনছে ইসরায়েল। তবে, কয়েদিদের মধ্যে ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর ফিলিস্তিনি বন্দিরা টিকা পাবেন সবার পরে।

ইসরায়েরের কারাগারগুলোতে বন্দিদের জন্য ভ্যাকসিন কর্মসূচির তালিকায় রয়েছেন ৪ হাজার ৪০০ ফিলিস্তিনি। এদিকে, ফিলিস্তিনি বন্দিদের সবার পরে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, এ সিদ্ধান্ত বিকৃত মানসিকতার পরিচয়।

ইসরায়েলি কারাগারে বন্দি অন্তত আড়াইশ’ ফিলিস্তিনি করোনা আক্রান্ত। ভ্যাকসিন প্রদান শুরুর তিন সপ্তাহের মধ্যেই ২০ লাখের বেশি ইসরায়েলিকে কর্মসূচির আওতায় এনেছে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply