যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিপর্যস্ত ১৫ কোটি মানুষ

|

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত ১৫ কোটির মতো মানুষ। টেক্সাসে দু’জনের মৃত্যুর পর জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

রাজ্যটিতে সোমবার ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা ছিলো হিমাঙ্কের নীচে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন রাজ্যটির অন্তত ৩০ লাখ মানুষ।

একদিনেই, ১২০টি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। তীব্র শৈত্যপ্রবাহ, তুষারপাতে নাকাল কেন্টাকি-মিসিসিপি-আলাবামা-অরেগন ও ওকলাহোমা রাজ্যেও। নিরাপত্তার স্বার্থে জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দর এবং হিউস্টন এয়ারপোর্ট মঙ্গলবার পর্যন্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়াও ভোগান্তিতে পড়েছেন হাজার-হাজার যাত্রী। প্রাকৃতিক দুর্যোগের কবলে মেক্সিকো সীমান্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৪০ লাখের বেশি ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও স্থাপনা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply