লা-লিগায় পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠার লড়ায়ে রাতে মাঠে নামবে বার্সেলোনা

|

স্প্যানিশ ফুটবল লিগে রিয়ালকে টপকে টেবিলের ২ নম্বরে ওঠার মিশনে রাতে সেভিয়ার মোকাবেলা করবে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের চার নম্বর দল সেভিলার বিপক্ষে জিতলেই লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসবে লিওনেল মেসির দল।

এই মৌসুমের শুরুটা খুব বেশি সুখের ছিলো না বার্সেলোনার জন্য। বার্সা ও মেসির মধ্যে ছিলো বেশ টানাপোড়েন, তবে সব নাটকের অবশান ঘটিয়ে শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পে থেকে গিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে পারফরম্যান্সেও কারপর্ন করেননি এলএমটেন। এলোমেলো বার্সাকে একাই টেনে নিয়ে এসেছেন এত দূর। এখন পর্যন্ত ১৮ গোল করে তিনিই ধ্বংসস্তুপের মধ্য একমাত্র ফিনিক্স পাখি। টেবিলের ৩ নম্বরে উঠে আসার পেছনে সবটুকু কৃতিত্ব লিওনেল মেসিকেই দিলেন কোচ রোনাল্ড কুমান।

বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান কোচ মনে করেণ, শুধু অভিজ্ঞদের পক্ষে সব কিছু করা সম্ভাব নয়। মেসি একা করেছেন ১৮টি গোল, যা বাকি ফরোয়ার্ডদের সমান। সবসময় দলের সেরা বা অভিজ্ঞ খেলোয়াড়ের ওপর নির্ভর করা ঠিক না। দলের প্রত্যেকেরই দায়িত্ব নেওয়া দরকার।

সেভিয়ার বিপক্ষে এই ম্যাচে রিয়ালকে টপকে টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ বার্সেলোনার। চারে থাকা সেভিয়ার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে লিগ টেবিলের তিনে তার। সেভিয়া অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ২৪ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫০। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে ম্যাচে বার্সেলোনা দলে চোট কাটিয়ে ফিরছেন তরুণ ডিফেন্ডার আরাহো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply