টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের

|

আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বেশ কিছুদিন হলো টি টোয়েন্টি না খেলা টাইগারদের আগের অবস্থান ছিল অষ্টম। রেটিং পয়েন্টের দিক দিয়ে ১ পয়েন্টে পিছিয়ে থেকে বাংলাদেশর চেয়ে এক ধাপ নিচে নেমে গেছে উইন্ডিজ। ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ স্থান সাতে। ২৫১ রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা ষষ্ঠ, ২৫৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড পঞ্চম এবং ২৬০ পয়েন্ট নিয়ে পাকিস্তানের স্থান চতুর্থ।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ছিল তৃতীয় স্থানে, দ্বিতীয় স্থানে ছিল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া হেরেছে ৩-২ ব্যবধানে। এতেই ২৬৭ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে অজিরা নেমে গেছে টেবিলের তৃতীয় স্থানে। আর কোহলিরা ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে গেছে ভারত।

ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে ২২ তম স্থানে রয়েছে লিটন কুমার দাস। সাকিব আল হাসান রয়েছেন ২০ তম স্থানে। অলরাউন্ডার হিসেবে তার জায়গা দ্বিতীয় স্থানে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply