খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ল

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ৩ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে খালেদা জিয়ার পক্ষে তার ভাই শামীম ইস্কান্দার আবেদন করেন।

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে প্রথমে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন। পরে তাকে প্রায় ১১ মাস চিকিৎসা দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। আর গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। বাসায় থেকে চিকিৎসা নেয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply