মুমিনুলই থাকছেন জাতীয় দলের টেস্ট ক্যাপ্টেন: পাপন

|

গেল কয়েক বছরে টেস্টে ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স একেবারেই নাজুক। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে লজ্জাজনক হার মেনে নিতে হয়েছিল বাংলাদেশের। ভারতের মাটি থেকেও হারের লজ্জা নিয়ে দেশে ফিরতে হয়েছিল মুমিনুলদের। পাকিস্তানের বিপক্ষেও একই অবস্থার মুখোমুখি হতে হয় টাইগারদের।

সর্বশেষ ঘরের মাটিতে, উইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হেরে তোপের মুখে পড়েছিল টাইগারদের টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক। প্রশ্ন উঠেছিলো মুমিনুলের টেস্ট অধিনায়কত্ব নিয়ে।

উইন্ডিজের বিপক্ষে টেস্টে খারাপ পারফরমেন্স নিয়ে সে সময় দলের সিনিয়র খেলোয়াড়দের সাথে মিটিংও করেছিলো বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সেই মিটিংয়ে ডাকা হয়নি টাইগারদের টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হককে।

সেসময় অনেকেই ধরেই নিয়েছিলেন, এবার হয়তো জাতীয় দলের টেস্ট অধিনায়কত্ব হারাতে যাচ্ছে মুমিনুল হক। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন খোদ বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান। গণমাধ্যমকে তিনি বলেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবে মুমিনুল হকই।

আসছে এপ্রিলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply