বিলিয়নিয়ার তালিকায় ভারত এখন সারা বিশ্বের মধ্যে তৃতীয়

|

বিলিয়নিয়ার তালিকায় ভারত এখন সারা বিশ্বের মধ্যে তৃতীয় অবস্থানে। ইউরোপের অনেক উন্নত দেশকে টপকে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ধনীর সংখ্যা। বিশেষ করে, করোনা মহামারির মধ্যে ফুলে-ফেঁপে উঠেছে ভারতীয় শত কোটিপতিদের টাকার পরিমাণ। শীর্ষ দুই ধনী মুকেশ আম্বানি ও গৌতম আদানির সম্পদ বেড়েছে অবিশ্বাস্য গতিতে।

মুম্বাইয়ের ধারাবি, বিশ্বের সবচেয়ে বড় বস্তি। যেখানে বসবাস প্রায় ১০ লাখ হতদরিদ্র মানুষের। বিশ্বব্যাংকের হিসেবে ভারতে এমন হতদরিদ্র মানুষের সংখ্যা প্রায় ২৮ কোটি। দিনকে দিন বাড়ছেই এ সংখ্যা।

তবে ভারত ধনী না হলেও, পরিণত হচ্ছে ধনীদের দেশে। ফোর্বসের নতুন তালিকা তাই বলছে, বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা ঠাইঁ করে নিয়েছেন ভারতীয়রা। এরমধ্যে শীর্ষ ১০ এ উঠে এসেছেন মুকেশ আম্বানি।

রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ৮৪.৫ বিলিয়ন ডলার, যা প্রায় ৬ লাখ ২৫ হাজার কোটি রুপি। । জ্বালানী, টেলিকম, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বলা যায় একচ্ছত্র ব্যবসা, মুকেশ আম্বানির। জ্যাক মা কে হঠিয়ে এশিয়ার শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন।

তালিকায় ২৪ তম শীর্ষ ধনী অপর ভারতীয় গৌতম আদানি। নির্মাণ খাতের টাইকুন গৌতম আদানির সম্পদ বেড়েছে ৪২ বিলিয়ন ডলার। ২০২০ সালের পর আদানির সম্পদের পরিমাণ বেড়েছে ৫ গুণ। আম্বানির পাশাপাশি আদানিও ভারতীয় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত।

ভারতের শীর্ষ ১০ ধনীর মধ্যে এবার জায়গা করে নিয়েছেন দুই বায়োটেক প্রতিষ্ঠানের প্রধান সাইরাস পুনেওয়ালা ও দিলিপ সাংভি। পুনেওয়ালার সেরাম ইনস্টিউটে তৈরী হচ্ছে করোনার ভ্যাকসিন। অন্যদিকে, সাংভির সানফার্মা করোনা সংশ্লিষ্ঠ বিভিন্ন ওষুধ প্রস্তুত করে রয়েছেন ভারতীয় ধনীদের ৯ নম্বরে। ভারতে শত কোটিপতির সংখ্যা ১০২ থেকে বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে।

গেল এক বছরে যত বিলিয়নিয়ার বেড়েছে তার বড় অংশ অশ্বেতাঙ্গ। এরা কেউই পশ্চিম বা ইউরোপের নাগরিক নন। অর্থাৎ, সম্পদশালী বা বিলিয়নিয়ারদের সংখ্যা একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধে নেই যা আগে হতো। সম্পদের বন্টনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।

এ নিয়ে ৩৫ম বারের মতো বিশ্বের ধনীদের তালিকা প্রকাশ করলো ফোর্বস। টানা চতুর্থবারের মতো শীর্ষ ধনী অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। তালিকা অনুযায়ী ৬৬০ জন বেড়ে বর্তমানে বিলিয়ন ডলার আছে ২,৭৫৫ জনের।

করোনার প্রকোপ স্বত্বেও বেড়েছে ধনীদের অর্থ। গেল ১ বছরে ধনীদের মোট অর্থ বেড়েছে প্রায় ৬শ বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই অবস্থান চীনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply