কখনো ভাবিনি টেস্ট দলে ডাক পাবো: মুগ্ধ

|

ডাক্তারের পরামর্শ অনুযায়ী ছেলেকে সুস্থ রাখতে পায়ে লোহার জুতো পড়িয়ে রাখতে হবে। ডাক্তারের কথার বরখেলাপ করেননি বাবা-মা। ছেলের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ডাক্তারের সব পরামর্শ মেনেছেন তারা। যে ছেলের স্বাভাবিক ভাবে হাটারই কথা ছিলো না সেই ছেলে আজ ডাক পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দলে। তাও আবার টেস্ট স্কোয়াডে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ২১ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

সেই প্রাথমিক দলে রাখা হয়েছে লোহার জুতো ভেঙ্গে স্বাভাবিক জীবনে বেরিয়ে আসা মুকিদুল ইসলাম মুগ্ধ। টাইগারদের ২১ সদস্যের দলে থাকলেও মূল দলে থাকবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয় তিনি। তবে শ্রীলঙ্কায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, সেখানে ভালো করলে মুগ্ধ’র অভিষেক হয়ে যেতে পারে শ্রীলঙ্কাতেই।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়ার পর, যমুনা টেলিভিশনে একান্ত আলাপচারীতায় মুগ্ধ জানিয়েছেন, জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়া আসলেই সম্মানের, তবে আমি কখনোই ভাবিনি যে টেস্ট দলে ডাক পাবো। শ্রীলঙ্কার বিপক্ষে মূল দলে থাকবো কি না জানি না, তবে আমার চেষ্টা থাকবে অনুশীলন ম্যাচে ভালো করার।

মুকিদুল ছাড়াও টেস্ট দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply