য়্যুভেন্টাসকে ইতালিয়ান লিগ থেকে বহিস্কারের হুমকি

|

সুপার লিগ থেকে নাম প্রত্যাহার না করলে য়্যুভেন্টাসকে ইতালিয়ান লিগ থেকে বহিস্কারের হুমকি দিলেন সিরি’আ’ সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা।

ইতালির একটি রেডিওতে গ্রাভিনা বলেন সুপার লিগ থেকে নাম প্রত্যাহার না করলে আগামী মৌসুমে সিরি ‘আ’তে খেলতে পারবে না তুরিনের ক্লাবটি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনো দল ফিফা ও উয়েফা ব্যতীত অন্য কোনো অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিলে তারা লিগে অংশগ্রহণ করতে পারবে না।

লিগের পাশাপাশি শাস্তির হুমকি দিয়ে রেখেছে উয়েফা। ইউরোপিয়ান সুপার লিগ থেকে ইতোমধ্যে ৯ ক্লাব সরে গেলেও এখনও আছে য়্যুভেন্টাস, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply