করোনা: ভারতে এ পর্যন্ত প্রায় ১ হাজার চিকিৎসকের প্রাণহানি

|

শুধুমাত্র রোববারেই ভারতে করোনা আক্রান্ত হয়ে ৫০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার চিকিৎসক। আর শুধু মার্চ ও এপ্রিলে মারা গেছেন ২শ’ ৪৪ জন।

বুধবার এ তথ্য জানায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। শতভাগ চিকিৎসকের টিকা নিশ্চিত না করায় এই বিশাল সংখ্যক চিকিৎসকের মৃত্যু দেখতে হচ্ছে বলে দাবি সংগঠনটির। মার্চ ও এপ্রিলে মারা যাওয়া ২শ’ ৪৪ জনের মধ্যে মাত্র ৩ শতাংশ চিকিৎসক দুই ডোজ টিকা গ্রহণ করেছিলেন।

রোগীর তুলনায় দেশটিতে দেখা দিয়েছে চিকিৎসকের স্বল্পতা। ফলে অতিরিক্ত সময় দায়িত্ব পালন করায় আক্রান্তের হার আরও বাড়ছে। এই সঙ্কটময় সময়ে মেডিকেল গ্রাজুয়েটদের কাজের অনুমোদন দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply