অপরিচিতের কোলে রেখে আলট্রাসনোগ্রাফি করতে গিয়ে শিশুকে হারালেন মা

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বেসরকারি হাসপাতাল থেকে ওবায়েদ সরকার নামের ৪৭ দিনের এক শিশু চুরির ঘটনা ঘটেছে।

রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলা সদরের আহমদ মেডিকেল হাসপাতালে এই ঘটনা ঘটে। নিখোঁজ নবজাতক ওবায়েদ উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে।

নিখোঁজ শিশুর মা সাবিনা আক্তারের বরাত দিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, শিশুটিকে কোলে নিয়ে বেসরকারি হাসপাতালটিতে তিনি একা চিকিৎসার জন্য আসেন। সেখানে চিকিৎসক তাকে আলট্রাসনোগ্রাফি করাতে পরামর্শ দেন। হাসপাতালে আলট্রাসনোগ্রাফি কক্ষে ঢোকার আগে সাবিনা আক্তার তার সন্তানকে পাশে বসা এক অপরিচিত নারীর কোলে দিয়ে যান। আলট্রাসনোগ্রাফি কক্ষ থেকে বের হয়ে দেখেন নবজাতক শিশুসহ অপরিচিত নারীটি উধাও হয়ে গেছেন। হাসপাতাল ও এর আশপাশে কোথাও খুঁজে তাদের পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নবজাতক শিশুটি নিখোঁজ হওয়ার পর তার মা সাবিনা আক্তার প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন। এই ঘটনায় লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে পুলিশ শিশুটিকে খুঁজে বের করতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply