‘শেখ হাসিনাকে গ্রেফতার করে জনগণের অধিকার অবরুদ্ধ করেছিল তত্ত্বাবধায়ক সরকার’

|

'শেখ হাসিনাকে গ্রেফতার করে জনগণের অধিকার অবরুদ্ধ করেছিল তত্ত্বাবধায়ক সরকার'

২০০৭ সালের ১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করেছিল তৎকালীন অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এই কথা বলেন। তিনি বলেন, জনগণের মুক্তির আন্দোলনে শেখ হাসিনাকে অনেক জেলজুলুম ও অত্যাচার সহ্য করতে হয়েছে। তবে জনগণের অকৃত্রিম ভালোবাসায় সকল রক্তচক্ষুকে উপেক্ষা দেশের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন বলে জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আজ প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বসভায় বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন তার যোগ্য নেতৃত্বে।

এসময় মন্ত্রী আরও জানান, সরকার পতনের নামে বিএনপি যে যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে হুশিয়ারি দেন। বিএনপিকে এ ধরণের উসকানিমূলক বক্তব্য থেকে সরে এসে গণতান্ত্রিক ভাষায় কথা বলার আহবান জানান তিনি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply