মাদকবিরোধী অভিযানে দুই টনের বেশি কোকেইন জব্দ কলম্বিয়ায়, আটক ৫

|

মাদকবিরোধী অভিযানে দুই টনের বেশি কোকেইন জব্দ কলম্বিয়ায়, আটক ৫

মাদকবিরোধী অভিযানে দুই টনের বেশি কোকেইন জব্দ করেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী। বুধবার রাতে সান আন্দ্রেস দ্বীপের কাছে ক্যারিবিয়ান সাগরে অভিযান চালানো হয়।

জব্দ মাদকের মূল্য অন্তত সাড়ে সাত কোটি ডলার। অভিযানের সময় গ্রেফতার করা হয় পাঁচ মাদক কারবারীকেও।

পুলিশ জানায়, জব্দকৃত মাদক গলফ ক্লান নামের একটি সশস্ত্র গ্রুপের। নৌকায় করে যা পাচার হচ্ছিল মধ্য আমেরিকার কোন একটি দলের কাছে। একসময় মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিলো কলম্বিয়া। এখনও বিশ্বের অন্যতম প্রধান কোকেইন উৎপাদক দেশ এটি। কিন্তু কয়েক বছর ধরেই মাদকবিরোধী অভিযান জোরালো হয়েছে দেশটিতে।

সরকারের অভিযোগ, দেশটির বামপন্থী সশস্ত্র গোষ্ঠিগুলো মাদক ব্যবসার সাথে জড়িত।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply