এরিকসেন বেঁচে আছেন, শঙ্কা কাটেনি

|

ইউরোর ম্যাচে হঠাৎ মাঠে ঢলে পড়া ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন বেঁচে আছেন বলে নিশ্চিত করেছে ড্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তাকে হাসপাতালে রাখা হয়েছে এবং বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হচ্ছে।

ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন এক টুইট বার্তায় লিখেছে, আমরা এবং ডেনিশ ফুটবল ইউনিয়নের সকল সদস্য এরিকসেন ও তার পরিবারের পাশে আছি।

এর আগে, ডেনমার্ক বনাম ফিনল্যান্ডের ম্যাচের ৪২ মিনিটের মাথায় ‘থ্রু’ করা বলের দিকে এগিয়ে যাচ্ছিলেন এরিকসেন। তখন বলটি তার পায়ে লাগার পর হঠাৎই সাইডলাইনের পাশে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তা দেখে সতীর্থরা দ্রুত এগিয়ে যান এবং জরুরি চিকিৎসার আহ্বান জানান। মাঠের মধ্যেই ১০ মিনিট চিকিৎসা করা হয় এরিকসেনের। এইসময় সিপিআর এবং ইলেকট্রনিক শক দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরিকসেন চিকিৎসা চলার সময় তাকে ঘিরে থাকেন সতীর্থরা। মাঠের মধ্যেই ফুটবলারদের চোখে জল দেখা যায়। সতীর্থকে হারানোর ভয় কেঁদে ফেলেন তারা। দর্শকরাও মুখ ঢেকে ফেলেন। সকলের মধ্যেই চিন্তার ছাপ। পরে অবশ্য স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় তার জ্ঞান ফিরে আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply