থানায় মামলাকারীর এনআইডি জমা দেয়ার নির্দেশ হাইকোর্টের

|

থানায় বা আদালতে মামলা করার ক্ষেত্রে অভিযোগকারীর জাতীয় পরিচয়পত্র জমা দেয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৪৯টি ভুয়া মামলায় নাকাল এহসানুল আকরাম কাঞ্চনের করা রিট শুনানি হয় আজ। এ সময় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দেয়ারও নির্দেশ দেয় আদালত।

আদালত বলেন, এনআইডি যাচাই-বাছাই করে মামলা নিলে এ ধরনের ভোগান্তি কমবে। ভুক্তভোগী কাঞ্চনের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, মানবপাচার ও অ্যাসিডসহ নানা অভিযোগে ৪৯টি মামলা করা হয়। এর মধ্যে ৩৬টি থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। বিচারাধীন আছে আরও ১৩টি। এসব মামলায় ৫ বছরের বেশি কারাভোগ করেছেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply