মাছ চুরির অভিযোগে কৃষককে পিটিয়ে হত্যা

|

কুষ্টিয়ার খোকসায় মাছ চুরির অভিযোগে জসিম উদ্দিন নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর স্থানীয় চেয়ারম্যান আয়ুব আলী ও তার ছেলেদের দিকে। সোমবার (১৪ জুন) রাতে খোকসা উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চেয়ারম্যানের পুকুরে মাছ ধরার অভিযোগে জসিমকে গণপিটুনি দেয় চেয়ারম্যান আইয়ুব আলী ও তার ছেলেরা। পরবর্তীতে গুরুত্বর অবস্থায় জসিমকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: কামরুজ্জামান সোহেল জানান, ঐ যুবকের মাথায় মারাত্মক জখম থাকায় হাসপাতালে ভর্তির কিছু সময় পরেই তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পাঠায়। এ ঘটনায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুজ্জামান জানান, কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়ুব আলীর স্ত্রী জায়েদা খাতুন ও ভাতিজা মোঃ সালাউদ্দিনকে আটক করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply