আইনি লড়াইয়ে জিতে গেল ওবামাকেয়ার

|

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় স্বাস্থ্যসেবা প্রকল্প ওবামাকেয়ার নিয়ে আরেক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চ্যালেঞ্জ নাকচ করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। ৯ বিচারকের ৭ জন ট্রাম্পের আপিলের বিপক্ষে রায় দেন। আদালত বলেছেন, যারা চ্যালেঞ্জ করেছেন, মামলা করার মতো আইনি অবস্থান তাদের নেই। এর আগে রিপাবলিকান প্রধান ১৭টি অঙ্গরাজ্যে ওবামাকেয়ার নিয়ে করা আইনি পদক্ষেপ সমর্থন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প ওবামাকেয়ার বাতিল করবেন বলে জানিয়েছিলেন।

২০১০ সালের পর থেকে এ নিয়ে ৩য় বারের মত আইনি সমস্যার সম্মুখীন হতে হয়েছিলো ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ নামক এই আইনটিকে, যা ওবামাকেয়ার নামে খ্যাত। ওবামাকেয়ারের আওতায় কয়েক লাখ নিম্ন আয়ের মার্কিন নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ওবামাকেয়ার অসাংবিধানিক কি না এ প্রশ্নে গত বৃহস্পতিবার (১৭ জুন) আদালতের রুলে বিস্তারিত কিছু জানানো হয়নি। ওবামাকেয়ার বাতিলের জন্য কংগ্রেসের সমর্থন পাবার চেষ্টা এটাই প্রথম না, তবে এপর্যন্ত প্রতিবারই ব্যর্থ হয়েছেন তারা। তাদের অভিযোগ, ওবামাকেয়ারের কারণে খরচ বেড়েছে এবং স্বাস্থ্যসেবার মান কমেছে।

চলতি মাসের শুরুতে হোয়াইট হাউস জানায়, ৩ কোটির বেশি মার্কিন নাগরিক ইতোমধ্যেই ওবামাকেয়ারের সেবার আওতায় এসেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন এক বক্তব্যে আদালতের দেওয়া রুলকে সকল মার্কিন নাগরিকের জয় হিসেবে অভিহিত করেন। বাইডেন বলেন, এটিকে তার ব্যক্তিগত জয়। নির্বাচনী অ্যাজেন্ডায় বাইডেন স্বাস্থ্যসেবা উন্নয়নের কথা বলেছিলেন। এসিএ কার্যকর করতে নির্বাহী শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ওবামাকেয়ার ২৬ বছর বয়স পর্যন্ত মা-বাবার স্বাস্থ্য পরিকল্পনার আওতায় শিশুদের অন্তুর্ভুক্ত রাখাসহ বিভিন্ন বিধানের কারণে বেশ জনপ্রিয়। ৫৪ শতাংশ মার্কিন নাগরিক এ আইনের পক্ষে। গত ফেব্রুয়ারিতে পরিচালিত জরিপের ফলাফল বলছে, এটি দেশটির স্বাস্থ্যসেবার সঙ্গে ওতপ্রোতোভাবে জড়িত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply