মাদারীপুরে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা

|

২১ জুন মাদারীপুরের শিবচরের তেরটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এসব ইউনিয়নে প্রার্থীতা উন্মুক্ত করেছে আওয়ামীলীগ। ফলে আওয়ামীলীগ ও বিএনপির স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীদের নিয়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।

দলীয় প্রতীক ছাড়াই ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেন মাদারীপুরের শিবচর উপজেলার ১৩ ইউনিয়নের প্রার্থীরা।

উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রার্থীতা উন্মুক্ত করার সুপারিশ করা হলে, তা গৃহীত হয়। এরপর থেকেই উৎসবের আমেজ শিবচরে। প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে না আসতে চাইলেও বিএনপির প্রার্থীরা লড়ছেন স্বতন্ত্রভাবে। ইউনিয়নগুলোর ঘরে ঘরে প্রার্থীরা যাচ্ছেন, প্রচারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

অন্যদিকে আচরণবিধি বজায় রাখতে কঠোর অবস্থানে আছে পুলিশ ও প্রশাসন। চলছে পুলিশি অভিযান, মোতায়েন করা হয়েছে চারজন ম্যাজিস্ট্রেট।

২১ জুনের ওই নির্বাচনে শিবচরের ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৭৩ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply