রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ

|

ছুটির পর আবারও রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বেড়েছে ।

সাধারণ বেড খালি থাকলেও গত এক সপ্তাহ ধরে রাজধানীর হাসপাতালগুলোতে করোনার উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ আবার বাড়ছে। একই সাথে নমুনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়ও দেখা যাচ্ছে।

মোবাইল ফোন ও অনলাইনে নিবন্ধন করে করোনা পরীক্ষা করতে হয় সবখানে। তবে এভাবে সিরিয়াল পাওয়া বেশ কষ্টসাধ্য বলে অনেক ভুক্তভোগীর অভিযোগ। আবার নিবন্ধন করতেও নানা ঝামেলায় দীর্ঘসূত্রতায় পড়তে হচ্ছে অনেককে।

এদিকে চলছে করোনার দ্বিতীয় ডোজের কার্যক্রম। একই সাথে অগ্রাধিকার ভিত্তিতে চলছে চীনা ভ্যাকসিনের ১ম ডোজের টিকাদানও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply