শিক্ষকের বেতন বন্ধ থাকলে বিভাগের অধিভুক্তি বাতিল হবে: জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

|

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের অনার্স লেভেলের কোনো শিক্ষকের বেতন বন্ধ থাকলে সংশ্লিষ্ট বিভাগের অধিভুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। শনিবার (২৬ জুন) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, আমি যদি এ ধরণের তথ্য পাই যে শিক্ষক বেতন পাচ্ছেন না তবে ওই বিভাগের অধিভুক্তি বাতিল হবে। পুরো কলেজের অধিভুক্তি বাতিলের চিন্তা আমাদের নেই। তবে ওই বিভাগের শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন বিপন্ন না হয় সে পথ রেখেই এটি করা হবে। এরই মধ্যে এ ব্যাপারে কলেজগুলোতে চিঠি দেওয়া হয়েছে।

উপাচার্য আরও বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে অনার্স ও মাস্টার্স পরীক্ষা নেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রথমবর্ষে ভর্তি ও ক্লাস শুরুর কার্যক্রম অনলাইনে শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply