ইউরোর কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি যারা

|

আগেই নিশ্চিত হয়েছিল কোয়ার্টার ফাইনালের সাত দলের নাম। শেষ আটের অষ্টম টিকিটের লড়াইয়ে নেমেছিল ইউক্রেন ও সুইডেন। মঙ্গলবার রাতের ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইউক্রেন।

ওই ম্যাচের পর পরই চূড়ান্ত হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালের লাইনআপ।

আরও পড়ুন>>  ফুটবলকে ঘরে ফেরানোর পথে জার্মানদের বিদায় করলো ইংল্যান্ড

শেষ আটের টিকেট পেয়েছে যারা – ইতালি, ডেনমার্ক, চেক রিপাবলিক, বেলজিয়াম, স্পেন, সুইজারল্যান্ড, ইংল্যান্ড ও ইউক্রেন।

রাশিয়ার সেন্ট পিতার্সবুর্গে আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের ও স্পেনের ম্যাচ দিয়ে শুরু হবে শেষ আটের লড়াই।

একই দিনে হবে শেষ আটের পরের ম্যাচটি। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় ইতালির বিপক্ষে লড়বে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম।

তৃতীয় কোয়ার্টার-ফাইনালে আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে ডেনমার্ক।

চতুর্থ কোয়ার্টার ফাইনালে একই দিনে লড়বে ইংল্যান্ড ও ইউক্রেন। রোমের স্তাদিও অলিম্পিকোয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ১টায়।

গ্রুপ পর্বে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর পোল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র করে স্পেন। শেষ রাউন্ডে স্লোভাকিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিজের জাত চেনায় তিনবারের চ্যাম্পিয়নরা।

এরপর উত্তেজনায় ঠাসা ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় লুইস এনরিকের দল।

চমক দেখিয়েছে সুইজারল্যান্ড। টাইব্রেকারে ফরাসিদের ৫-৪ গোলে হারিয়ে ৬৭ বছরের মধ্যে প্রথম কোনো মেজর টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে ওঠে ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৩ নম্বর দলটি।

গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতেছে ইতালি। নিজেদের রেকর্ড টানা ৩১ ম্যাচে অপরাজিত আছে ইতালিয়ানরা।

একইভাবে বেলজিয়ামও গ্রুপ পর্বে জেতে তিন ম্যাচেই। শেষ ষোলোয় পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে রবের্তো মার্তিনেসের দল।

শেষ রাউন্ডে রাশিয়াকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নেয় ডেনমার্ক এরপর ওয়েলসকে ৪-০ গোলে উড়িয়ে শেষ আটের টিকেট কাটে।

এদিকে শেষ ষোলোয় অবিশ্বাস্যভাবে নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে চেক রিপাবলিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply