জাতীয় দলের সাথে অনুশীলন শুরু শামীমের

|

জাতীয় দলের জার্সিতে অনুশীলন পর্ব শুরু হলো শামীম পাটোয়ারীর। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দলের ক্রিকেটাররা এদিন অনুশীলন শুরু করেছেন মিরপুরে। সেখানে ছিলেন টি-২০ তে ডাক পাওয়া শামীম। মোস্তাফিজ-সাইফুদ্দিন প্রথম দিন না থাকলেও ছিলেন সৌম্যরা। অভিজ্ঞ পেসার রুবেল হোসেন বলছেন সিরিজ জিততে কাজে লাগাতে হবে জিম্বাবুয়ের পেস সহায়ক কন্ডিশনকে।

টি-২০ দলের অনুশীলন শুরুর কথা শুক্রবার হলেও, অপেক্ষা না করে ওয়ানডে দলের সাথেই অনুশীলনে যোগ দেন হার্ড হিটিং ফিনিশার শামীম। স্থানীয় কোচ মিজানুর রহমান, তালহা জুবায়েরদের অধীনে ১ম দিন অবশ্য ছিলেন না সাইফুদ্দিন, মোস্তাফিজ, নাইম শেখ।

ছিলেন বাকি ৫ ক্রিকেটার- মিঠুন, সৌম্য, সৈকত, আফিফ হোসেন ও রুবেল হোসেন। লক্ষ্য রঙিন পোষাকে জিম্বাবুয়ে যাওয়ার আগে নিজেদের প্রস্তুত করে নেয়া। তবে সবার মাঝে নতুন মুখ শামীমকে নিয়ে ছিলো বাড়তি আগ্রহ।

জিম্বাবুয়ের কন্ডিশনে বাড়তি সুবিধা থাকে পেসারদের। কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর জন্য চেষ্টা চালাতে হবে একাদশে জায়গা পেতে। শরিফুল, তাসকিন, মোস্তাফিজের সাথে লড়তে হবে রুবেলকে।

৯ জুলাই জিম্বাবুয়ে যাবে ওয়ানডে দল। আর টি-২০ দল বিমান ধরবে ১৬ জুলাই। ৩টা করে ওয়ানডে আর টি-২০ ম্যাচ আছে সিরিজে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply