রাশিয়ায় বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই

|

রাশিয়ায় বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই

ছবি: সংগৃহীত

রাশিয়ায় ২৮ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই বলে জানিয়েছে প্রশাসন। বিমানের ধ্বংসস্তুপের সন্ধান পেয়েছে উদ্ধারকারীরা।

মঙ্গলবার কামচাটকা প্রদেশে দুর্ঘটনায় পড়ে আন্তোনভ এএন-টোয়েন্টি সিক্স বিমানটি। পেত্রোপাভলস্ক থেকে পালানার পথে যাচ্ছিলো এটি। অবতরণের নির্ধারিত সময়ের মাত্র ১০ মিনিট আগে সংযোগ বিচ্ছিন্ন হয় কন্ট্রোল রুমের সাথে। এসময় বিমানবন্দর থেকে ৯ কিলোমিটার দূরে ছিল এএন টোয়েন্টি সিক্স।

এদিকে সাগর ও উপকূল উভয় স্থানেই পাওয়া যায় ধ্বংসাবশেষের টুকরা। বিমানটিতে ২২ যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন। এদের মধ্যে একটি শিশুও রয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে খারাপ আবহাওয়াকে দায়ী বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০১২ সালে একই রুটে আন্তোনভের আরও একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছিলো।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply