ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের সামনে পাকিস্তানের ভরাডুবি

|

ইংল্যাণ্ডের সাথে প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান।

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে পাকিস্তানকে লজ্জায় ডুবিয়েছে ইংল্যান্ড। করোনা সংক্রমণের কারণে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমে পাকিস্তানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। পাকিস্তানের দেওয়া ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট আর ২৮ ওভার ১ বল হাতে রেখেই জয়ের পতাকা উড়িয়েছে স্বাগতিকেরা।

এদিন ইংল্যান্ড ওয়ানডে দলে অভিষেক হয় নতুন ৫ ক্রিকেটারের। টস হেরে অনভিজ্ঞ এই ইংল্যান্ড দলের সামনে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ইমাম উল হক ও বাবর আজম।

শেষ পর্যন্ত ইংলিশ পেসার সাকিব মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৪১ রানে থামে ইনিংস। ৪২ রানে ৪ উইকেট শিকার করেন সাকিব।

জবাবে শুরুতে সল্টের উইকেট হারালেও ডেভিড মালানের ৬৮ ও ক্রলির ৫৮ রানে ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ইংলিশরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply