কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি অফিসের দফতর চলবে ভার্চুয়ালি

|

করোনা সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি অফিসের দাফতরিক কার্যক্রমসমূহ ভার্চুয়ালি করার নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে। সিনিয়র সচিবদের কাছে পাঠানো চিঠিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে বলা হয়েছে, শাট ডাউনের বিধি-নিষেধে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময়ে সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করতে সিনিয়র সচিবদের নির্দেশনা দেয়া হয়েছে। ভার্চুয়াল পদ্ধতির মধ্যে ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস ও হোয়াটসঅ্যাপের কথা বলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply