দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ-সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৭২

|

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের জেরে ছড়িয়ে পড়ে অস্থিরতা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় চলমান বিক্ষোভ-সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭২ জনে। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ১২শ’র বেশি মানুষকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের জেরে ছড়িয়ে পড়ে অস্থিরতা। সেনাবাহিনী মোতায়েন করা হলেও নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি।

সবচেয়ে খারাপ অবস্থা ডারবান শহরের। সেখানকার, বহু ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়েছে। আন্দোলনের সুযোগে দোকানপাটে চালানো হয় লুটপাট। চুরি করা হয় গবাদি পশুও।

দাঙ্গা ছড়ানোর দায়ে ইতোমধ্যে সন্দেহভাজন ১২ জনকে শনাক্ত করেছে পুলিশ।

এর আগে, গত বুধবার (৭ জুলাই) আদালত অবমাননার অপরাধে ১৫ বছরের কারাদণ্ড মেনে থানায় আত্মসমর্পণ করেন ৭৯ বছরের সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply