জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দেয়া ২৯৭ রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে একাদশের সংগ্রহ ১৮৯ রান।
হারারের তাকাশিংগা স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে তামিম-নাঈমের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশ। ৮৭ রানের জুটি ভাঙ্গে নাঈম ২৫ রান করে আউট হলে। দলের পক্ষে তামিম সর্বোচ্চ ৬৬ এবং সাকিব করেন ৩৭ রান। এছাড়াও মিঠুনের ৩৯, মোসাদ্দেকের ৩৬, আফিফের ২৮ এবং সোহানের ১৮ তে নির্ধারিত ৫০ ওভারে ২৯৬ রান করে বাংলাদেশ।
এই ম্যাচে বোলিং করার সময় নিজের প্রথম ওভারেই চোট পেয়ে মাঠ ছাড়েন পেসার মোস্তাফিজুর রহমান।
Leave a reply