টানা চার বিশ্বকাপ জিতলেও ম্যারাডোনাকে ছুঁতে পারবে না মেসি: মারিও কেম্পেস

|

লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনা। ছবি: সংগৃহীত

কয়েকদিন আগেই দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতেছেন লিওনেল মেসি। তার নেতৃত্বে ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে কখনোই দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করা উচিৎ নয় বলে মনে করেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও কেম্পেস।

লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার মধ্যে কে সেরা, এ নিয়ে বিতর্ক করেন কেউ কেউ।

আর্জেন্টিনার সাবেক ফুটবলার মারিও কেম্পেস ১৯৭৮ বিশ্বকাপজয়ে ম্যারাডোনার সতীর্থ খেলোয়ার ছিলেন। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, মেসির দুর্ভাগ্য যে ওকে প্রতিনিয়ত ম্যারাডোনার সাথে তুলনা করা হয়। দিয়েগোকে ছাপিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। দিয়েগো বিশ্বব্যাপী যে ভালবাসা পেয়েছে তার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।

কেম্পেস আরও বলেন, মেসি যদি ম্যারাডোনাকে ছাপিয়ে যেতে চায়, তাহলে সেটা কোনও দিনই সম্ভব হবে না। ও যদি টানা চারটা বিশ্বকাপ জেতে তাহলেও না। মনে রাখবেন, ও কিন্তু এখনও বিশ্বকাপ জেতেনি। যতগুলি খেতাব জিতুক বা যে কয়টা ম্যাচই জিতুক, দিয়েগো যা করেছে তার সঙ্গে কোনো দিনই তুলনা হয় না।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply