করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের প্রাণহানি

|

ছবি: প্রতীকী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪১ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২২ হাজার ৬৫২ জনের। একদিনে করোনা শনাক্তের হার ২৪.৫২ শতাংশ। এই সময় ব্যবধানে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৩টি।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ২৯৯ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৬ হাজার ৬২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২৪১ জনের মধ্যে পুরুষ ১২৮ আর নারী ১১৩ জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ ১০৫ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৫৯ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ১০ জন, রাজশাহীতে ১২ জন, ময়মনসিংহে ৬ জন, বরিশালে ১২ ও সিলেটে ৭ জন করে মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply