লাশ চুরি ঠেকাতে বজ্রপাতে নিহতদের কবরে কংক্রিটের ঢালাই

|

লাশ চুরি ঠেকাতে কবরে কংক্রিটের ঢালাই দেয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ:

লাশ চুরি ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাড়ে বজ্রপাতে নিহতদের কবর কংক্রিটের ঢালাই দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বজ্রপাতে নিহদের লাশ মহামূল্যবান এমন গুজব সমাজে প্রচলিত থাকায় এই ব্যবস্থা নিয়েছে নিহতদের স্বজনরা।

গত বুধবার (৪ আগস্ট) কনের বাড়ি যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাঁকা এলাকায় পদ্মা নদীর ঘাটে অপেক্ষারত বরযাত্রী দলের ওপর বজ্রপাতে ১৭ জন মারা যান, আহত হন অন্তত ২১ জন। নিহতদের ১২ জন ছিলেন সদ্য বিবাহিত আল-মামুনের নিকট আত্মীয়।

মামুনের পরিবারে তার বাবাসহ নানা, নানী, মামা, মামীসহ ৭ জন নিহত হয়। মামুনের বাবাকে দাফন করা হয় তাদের বাড়ির আঙিনায়। আর তার নানার পরিবারের ছয় জনকে কবর দেয়া হয় মামুনের নানাবাড়ির বাড়ির সামনের আঙ্গিনায়। দাফনের পর কবরের চারপাশে ইটের প্রাচীর তৈরি করে কংক্রিটের ঢালাই দিয়ে দেয়া হয়।

গ্রামবাসী বলছে, লাশ চুরি ঠেকাতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

আল-মামুনের প্রতিবেশী আব্দুল মতিন কবরে কংক্রিটের ঢালাই দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বাপ-দাদার আমল থেকে শুনেছি বজ্রপাতে নিহতদের লাশ চুরি করে নিয়ে যাওয়া হয়। সেজন্য কবরগুলোতে কংক্রিটের ঢালাই দিয়ে দেয়া হয়েছে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply