বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেন উয়েফা সভাপতি

|

উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন।

বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছেন উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন। দুই বছর পরপর ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত চুড়ান্ত করলে ইউরোপের দেশগুলো বিশ্বকাপ বয়কট করবে বলে হুমকি দেন তিনি।

আন্তর্জাতিক ম্যাচের বার্ষিক সূচি নতুন করে সাজানোর অংশ হিসেবে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের চিন্তা করছে ফিফা। সম্প্রতি গনমাধ্যমে ফিফার ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন চার বছরের পরিবর্তে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের চিন্তা করা হচ্ছে। ফিফার এমন চিন্তায় ক্ষুব্ধ উয়েফা।

ইংল্যান্ডের এক শীর্ষ দৈনিকে দেয়া সাক্ষাৎকারে উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন জানিয়েছেন, এমন কিছু হলে আমরা বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিতে পারি। দক্ষিণ আমেরিকার দলগুলোও এ ব্যাপারে আমাদের সাথে একমত হবে বলে আশা করি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply