করোনায় দেশে একদিনে আরও ৫১ মৃত্যু

|

ছবি: প্রতীকী

দেশে করোনায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ১০৯ জনের। গতকালও করোনায় মৃত্যু হয়েছিল ৫১ জনের। করোনা শনাক্তের হার ৫.৯৮ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ১৪৯টি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৫৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বোচ্চ ২৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চট্টগ্রামে বিভাগে ৮ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৩ জন ও রংপুর বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে কেউ মৃত্যুবরণ করেননি।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply