বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন কোম্যান

|

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে গ্রানাডার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর বার্সেলোনায় কোম্যানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ ব্যাপারে একদমই কথা বলতে রাজি নন এ ডাচ কোচ।

এই মৌসুমেই বার্সা ছেড়ে পিএসজি চলে গেছেন মেসি। গ্রিজম্যানও ফিরেছেন নিজের পুরনো ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে। এদিকে লা লিগায় চার ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ম স্থানে আছে বার্সেলোনা। সবমিলিয়ে বার্সেলোনা ফুটবল ক্লাব রয়েছে খুব নাজুক অবস্থায়।

সংবাদ সম্মেলনে কোম্যান বলেন, এই বার্সা আট বছর আগের বার্সেলোনা ক্লাব নয়। গ্রানাডার সাথে যে পদ্ধতিতে খেলতে চেয়েছি সেভাবে খেলতে পারিনি। আমাদের খেলার গতি অনেক কম। তিনি আরো জানান, প্রথমে গোল করেই গ্রানাডা নিজেদের খোলসবদ্ধ করে রেখেছে। তারা প্রচুর সময় নষ্ট করার কৌশল অবলম্বন করেছে এবং জায়গা দেয়নি। এভাবে খেলা আসলেই কঠিন।

গতবছরই বার্সেলোনার কোচ হিসেবে অভিষেক হয় রোনাল্ড কোম্যানের। এর আগে তিনি নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। একসময়ে বার্সেলোনা ফুটবল দলের সেরা ডিফেন্ডারও ছিলেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply