ঢালিউড নায়ক শান্ত’র সঙ্গে টালিউড নায়িকা কৌশানীর প্রেম!

|

কৌশানী ও শান্ত। ছবি: সংগৃহীত।

প্রেমিক বনি সেনগুপ্তকে ছেড়ে বাংলাদেশের নায়ক শান্ত খানের সঙ্গে পর্দায় প্রেম করবেন কৌশানী মুখোপাধ্যায়। ২৬ সেপ্টেম্বর কলকাতা থেকে ঢাকায় আসছেন টালিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা কৌশানী।

সম্প্রতি বাংলাদেশের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কৌশানী। প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ছবি ‘পিয়া রে’ তে শান্ত খানের সাথে জুটিবদ্ধ হবে তিনি।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে জানিয়েছেন, করোনা পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। বাংলাদেশে লকডাউন আর নেই। ছবির কাজ সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি অনুমতিও পেয়েছেন তারা। পুবাইল ও চাদপুরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কৌশানী ও শান্তকে নিয়ে কাজ চলবে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত।

পূজন মজুমদারের পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করবেন দুই বাংলার শিল্পীরা। কলকাতা থেকে কৌশানী ছাড়াও থাকছেন রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply