ইয়েমেনের প্রাদেশিক গভর্নরের বাড়িতে ক্ষেপনাস্ত্র হামলা

|

বিধ্বস্ত মেয়র হাউসে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের।

ইয়েমেনে মারিব প্রদেশের গভর্নরের বাসভবন লক্ষ্য করে করে ক্ষেপনাস্ত্র হামলা করা হয়েছে। এ ঘটনায় দেশটির সশস্ত্র সন্ত্রাসীগোষ্ঠি হুথি বিদ্রোহীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে দেশটির সরকার।

হামলায় ওই প্রাদেশিক গভর্নরের বাসভবন এবং মসজিদসহ বেশ কয়েকটি আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষের দাবি হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।

প্রাদেশিক গভর্নর মেজর জেনারেল সুলতান আরাদ জানান, দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এসব স্থাপনায়। তবে হামলায় প্রাণহানি কিংবা হতাহতের সংখ্যা নিয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৪ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে এ ধরণের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ রয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply