বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা খেলাফত মজলিসের

|

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিস নেতৃবৃন্দ।

বিএনপিসহ ২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস।

খেলাফত মজলিসের নেতারা সংবাদ সম্মেলনে বলেন, ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ২০ দলীয় জোট রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে গেছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ৬ জানুয়ারি জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটকে সঙ্গে নিয়ে চারদলীয় জোট গঠন করেছিল বিএনপি। পরে জাতীয় পার্টি বেরিয়ে গেলে নাজিউর রহমান মঞ্জুর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) যুক্ত হয়। পরে ২০১২ সালের ১৮ এপ্রিল নতুন ১২টি দলের সংযুক্তির মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা চারদলীয় জোট কলেবরে বেড়ে দাঁড়ায় ১৮ দলীয় জোটে। এর পর জোটের পরিধি বেড়ে দাঁড়ায় ২০ দলে। তবে ২০ দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোট, এনপিপি, ন্যাপ ও এনডিপি বেরিয়ে গেলেও একই নামে এসব দলের একাংশ জোটে রয়ে যায়। জোট ছেড়ে যায় আন্দালিভ রহমান পার্থের বিজেপিও। জমিয়ত বেরিয়ে গেলেও একই নামে আরেকটি অংশ রয়ে গেছে জোটে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply