চলমান উত্তেজনার মাঝে আজারবাইজান সীমান্তে সামরিক মহড়া চালালো ইরান

|

আজারবাইজান সীমান্তে ইরানের সামরিক মহড়া। ছবি: সংগৃহীত।

চলমান উত্তেজনার মাঝে আজারবাইজান সীমান্তে সামরিক মহড়া করলো ইরান। এই মহড়ার কঠোর সমালোচনা করেছে আজারবাইজান, অভ্যন্তরীণ ও সার্বভৌমত্বের বিষয় বলছে ইরান।

শুক্রবার (২ অক্টোবর) পোলদাস্ত ও জোলফা সীমান্তে সামরিক শক্তি প্রদর্শন করলো দেশটি।

এসময় অত্যাধুনিক সমরাস্ত্র, হেলিকপ্টার, ড্রোন নিয়ে ভূমি ও আকাশসীমায় মহড়া চালায় ইরানি সেনারা। প্রদর্শন করে নিজেদের সামরিক সক্ষমতা ও রণকৌশল। এ সামরিক মহড়া ইরান-আজারবাইজান উত্তেজনা আরও উস্কে দেয়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা।

এ মহড়ার কঠোর সমালোচনা করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

তবে নিজ সীমান্তের এ মহড়াকে অভ্যন্তরীণ ও সার্বভৌমত্বের বিষয় বলে উল্লেখ করেছেন ইরান।

সম্প্রতি আজারবাইজান-ইসরায়েল সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইরান। এমনকি আজারবাইজান সীমান্তে ইসরায়েলি সেনার উপস্থিতির অভিযোগও তোলে তারা। আজারবাইজানকে অত্যাধুনিক অস্ত্র ও ড্রোন দিয়ে তেল আবিব সাহায্য করছে বলেও দাবি ইরানের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply