বিসিবি নির্বাচনে ভোট দিয়েছেন লুৎফর রহমান

|

ক্রীড়া সংগঠক লুৎফর রহমান। ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচনে ভোট দিয়েছেন আলোচিত ক্রীড়া সংগঠক লুৎফর রহমান। উৎসব মুখর পরিবেশে গত বুধবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ভোট দেন এই ক্রীড়া সংগঠক।

এবারের বিসিবি নির্বাচন হয়েছে ৩ ক্যাটাগরিতে। বিভাগ, ক্লাব ও সংস্থা ক্যাটাগরিতে ভোট দিয়েছেন ভোটাররা। সশরীরে ভোট দিয়েছেন ৫৮ জন। পোস্টাল আর ই-ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন ৬৩ জন। বোর্ডের এই আলোচিত নির্বাচনে ই-ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন ঢাকা প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক লুৎফর রহমান। কাউন্সিলদের মধ্যে তিনি ছিলেন ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি (ক্যাটাগরি-২) তালিকায়।

এবারের নির্বাচনে ভোটার তালিকায় লুৎফর রহমানের নাম অনুমোদন করা হয়। বিসিবি কর্তারা জানিয়েছেন, সাংবিধানিক নিয়ম অনুসারেই কাউন্সিলর হয়েছেন তিনি।

দূরত্ব কাটিয়ে দেশের ক্রিকেটের বহুল পরিচিত এই ক্রীড়া সংগঠক সসম্মানেই ফিরে এসেছে তার চেনা অঙ্গনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply