নাসুমকে হারিয়ে মাস সেরা হলেন লামিচানে

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদকে হারিয়ে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন নেপালের স্পিনার সন্দ্বীপ লামিচানে। প্রমীলা ক্রিকেটের আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হিদার নাইট।

আইসিসির মাস সেরা হওয়া খেলোয়াড়ের তালিকায় লামিচানে ছাড়াও ছিলেন নাসুম আহমেদ এবং যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা। এর আগে সেপ্টেম্বর মাসে লামিচানে বিশ্বকাপ সুপার লিগ-টু’এ ৬ ওয়ানডেতে নিয়েছিলেন ১৮ উইকেট। পাপুয়া নিউগিনির বিপক্ষে ৬ উইকেট, এরপর ওমানের বিপক্ষে ১৮ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন নাসুম আহমেদ।

অন্যদিকে প্রমীলা ক্রিকেটের সতীর্থ চার্লি ডিন ও দক্ষিণ আফ্রিকার লিজেলে লিকে হারিয়ে আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচন হয়েছেন হিদার নাইট।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply