পাহাড়ের পতিত জমিতে চাষ হচ্ছে কাজু ও কফি

|

পাহাড়ে দিন দিন বাড়ছে কাজু বাদাম ও কফি চাষ। পতিত জমিতে বাগান করছেন জুম চাষিরা। কৃষি বিভাগ বিনামূল্যে উপকরণ সরবরাহ করায় আগ্রহী হচ্ছেন অন্যরাও। আমদানিনির্ভর ওই পণ্য দুটির চাষাবাদ বাড়লে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি সম্ভব বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

আবহাওয়া ও ভূ-প্রকৃতি বিবেচনায় কাজু বাদাম ও কফি চাষের উপযুক্ত জায়গা পার্বত্য চট্টগ্রাম। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে ২৭৪ হেক্টর জমিতে গড়ে উঠেছে এ দুটি ফসলের বাগান। রোয়াংছড়ি কৃষি বিভাগের ব্লক সুপারভাইজার উবা মারমা জানালেন, অর্ধশত জুমিয়াকে চারা, সার ও নগদ অর্থসহ নানা সুবিধা দিয়ে চাষাবাদে উৎসাহিত করছেন তারা।

জুম চাষের পাশাপাশি কাজু বাদাম ও কফি বাগানকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন চাষিরাও। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা মনে করেন, পাহাড়ের পতিত জমিতে এ ধরনের অর্থকরী ফসল নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।

ফসল দুটির বিপুল সম্ভাবনা কাজে লাগাতে পাহাড়ে চাষাবাদের এই উদ্যোগকে আরও সম্প্রসারণের তাগিদ স্থানীয়দের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply