প্রতিমা ভাঙচুরের ঘটনায় হাইকোর্টের দেয়া তিন আসামির জামিন চেম্বারে স্থগিত

|

ছবি: সংগৃহীত

খুলনার রূপসায় থানা এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় হাইকোর্টের দেয়া তিন আসামির জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত ৬ সপ্তাহের জন্য জামিন স্থগিত করে। এর ফলে আসামি আকরাম ফকির, জামিল বিশ্বাস ও শরিফুল ইসলামকে কারাগারেই থাকতে হবে।

গেল ১৪ অক্টোবর বিচারপতি রেজাউল হক ও বিচারপতি বদরুজ্জামান হাইকোর্ট বেঞ্চ আসামিদের জামিন দেয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে হিন্দু ধর্মাবলম্বী ১০-১৫ জন করোনা থেকে মুক্তি পেতে রাতে ঢোক-ঢাল বাজিয়ে হরিকৃত্তীন গাইতে গাইতে শিয়ালী মহাশ্মশানের দিকে যাচ্ছিল। তখন গ্রামের মসজিদে নামাজের সময় হওয়ায় মসজিদের ইমাম তাদেরকে নিষেধ করে। এনিয়ে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়, পরে পুলিশ উভয়পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।

তবে ঘটনার পর দিন সন্ধ্যায় উত্তেজিত ১৫০ থেকে ২০০ মুসল্লি শিয়ালী গ্রামের নিপুল ধর ও শিবধরের বাড়ি হামলা করে। পরে শিয়ালী মহাশ্মশান মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করে রূপসা থানায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply