কয়েক দিন আগেই অভিনেতা নাগা চৈতন্যর সাথে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেই আলোচনা আড়াল হতেই আবারও আইনি ঝামেলায় জড়ালেন এই অভিনেত্রী একজন আইনজীবী ও কয়েকটি ইউটিউব চ্যানেলের নামে মানহানির মামলা করছেন সামান্থা।
জানা যায়, সুমন টিভি ও তেলেগু পপুলার টিভিসহ বেশ কিছু ইউটিউব চ্যানেল সামান্থার ভাবমূর্তি নষ্ট করেছে। এসব চ্যানেলের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হবে। এ ছাড়া ভেঙ্কট রাও নামে একজন আইনজীবীর নামে আইনি নোটিশ পাঠিয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালে প্রথম জুটি বেঁধে তেলেগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভ’-এ অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। এরপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
বিয়ের পরও অভিনয় চালিয়ে যেতে চাইছিলেন সামান্থা। কিন্তু পর্দায় তার খোলামেলাভাবে উপস্থিতি পছন্দ করছিলেন না নাগা চৈতন্য ও তার বাবা সুপারস্টার নাগার্জুনা আক্কিনেনি। আর এ জন্যই তাদের দূরত্ব তৈরি হয়।
অবশেষে গত ২ অক্টোবর সামাজিকমাধ্যম টুইটারে এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন নাগা চৈতন্য ও সামান্থা।
Leave a reply