পর্যটকদের সুখবর শোনালো থাইল্যান্ড

|

সংগৃহীত ছবি

বিশ্বের ৪৬ দেশের পর্যটকদের সুখবর দিলো থাইল্যান্ড। করোনা ভ্যাকসিনের দু’ডোজ টিকা নিশ্চিত করলে থাকতে হবে না কোয়ারেনটাইনে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী প্রয়ুথ চান ওঁচা জানান, করোনার সংক্রমণ কম বিশ্বের এমন ৪৬ দেশের পর্যটকরা পাবেন এই সুযোগ। আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে নতুন সিদ্ধান্ত। দু’ডোজ টিকা নেয়া থাকলেও ভ্রমণের আগে করোনার নেগেটিভ সনদপত্র দেখাতে হবে।

কয়েক মাস আগেও মহামারির প্রকোপে বিপর্যস্ত ছিল থাইল্যান্ড। সংক্রমণের লাগাম টানতে বিদেশিদের ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়। বর্তমানে, সংক্রমণের হার কিছুটা কমে আসায় বিধিনিষেধে শিথিলতা এনেছে থাইল্যান্ড। দেশটির আয়ের বড় অংশ পর্যটক খাত থেকে আসে। কোভিডের ধাক্কা সামলাতে তাই নতুন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এর আগে, ১০ দেশের জন্য চালু ছিল নিয়মটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply