পীরগঞ্জ সহিংসতায় গ্রেফতার আরও ২

|

হামলার পরে পীরগঞ্জের ওই এলাকাটি পরিণত হয় ধ্বংসস্তুপে। বিবিসির ছবি।

রংপুরের পীরগঞ্জে হামলা ও আগুন দেয়ার ঘটনায় ওমর ফারুক ও মামুন নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় এখনও পর্যন্ত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনের দলীয় কোনো পদ না থাকলেও তারা জামায়াত শিবিরের সমর্থক বলে জানা গেছে।

একই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল রোববার (২৪ অক্টোবর) রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দুজনের জবানবন্দি রেকর্ড করা হয়। শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গী থেকে এক সহযোগীসহ সৈকতকে গ্রেফতার করে র‍্যাব।

অন্যদিকে পীরগঞ্জে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার ঘটনায় সমালোচনার মুখে রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শফিউর রহমান স্বাধীন ও সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply