করোনার কারণে বিভিন্ন দেশের ওপর জারি করা ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার করছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ তথ্য জানায় ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে লাল তালিকাভুক্ত ছিল ইকুয়েডর, কলম্বিয়া ও ভেনেজুয়েলাসহ ৭ দেশ। সোমবার (১ নভেম্বর) থেকে তুলে নেয়া হচ্ছে এই বিধিনিষেধ। অর্থাৎ, সোমবারের পর থেকে যুক্তরাজ্যে প্রবেশের পর তাদের দীর্ঘদিন হোটেলে কোয়ারেনটাইনে থাকতে হবে না। তবে, ব্রিটেনে ভ্রমণের আগে করোনার পূর্ণাঙ্গ ডোজ নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ডেলটা ভ্যারিয়েন্ট ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার কারণে সতর্ক অবস্থানে যায় যুক্তরাজ্য। তবে সম্প্রতি দেশটিতে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ।
Leave a reply