শামসির ঘূর্ণিতে টালমাটাল শ্রীলঙ্কা

|

শ্রীলঙ্কার কাছে রীতিমতো দুর্বোধ্য হয়ে উঠেছেন তাবরাইজ শামসি। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের মাঝপথেই খেই হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। চায়নাম্যান তাবরাইজ শামসির ঘূর্ণিতে একে একে ভানুকা রাজাপাকসে, আভিষ্কা ফার্নান্দো ও হাসারাঙ্গাকে হারিয়ে বড় সংগ্রহের আশা ফিকে হয়ে এসেছে দাসুন শানাকার দলের।

দলীয় ২০ রানের মাথায় কুশল পেরেরার বিদায়ের পর পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কার ব্যাটে রান রেট উঠে যায় ৭ এর উপর। কিন্তু তাড়াহুড়ো করে দ্বিতীয় রান নিতে গিয়ে কুইন্টন ডি ককের বুদ্ধিমত্তার কাছে হেরে রান আউট হন ১৩ বলে ২০ রান করা আসালাঙ্কা। কেশব মহারাজের দিন আজ এখনও পর্যন্ত খুব একটা ভালো যাচ্ছে না। তবে তাবরাইজ শামসি যেন একাই পালন করছেন দুই স্পিনারের ভূমিকা। পরপর তিন ওভারে দুর্দান্ত ফ্লাইটে বিভ্রান্ত করে রাজাপাকসে, আভিষ্কা ফার্নান্দো ও অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দেখিয়েছেন সাজঘরের পথ। প্রথম দুই উইকেট অনেকটা একইরকম। ফ্লাইট বুঝতে না পেরে ব্যাটে ফুল ফেইস উন্মুক্ত করে দিয়ে শামসির হাতে সহজ ক্যাচ দিয়েছেন লঙ্কান মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ দুই ব্যাটার। এরপর হাসারাঙ্গাও মার্করামের হাতে সহজ ক্যাচ দিয়ে বিপদ বাড়িয়েছেন লঙ্কানদের। শামসির বোলিং কোটা শেষ হয়ে যাওয়ায় কিছুটা হাঁপ ছেড়ে বাঁচতে পারে শ্রীলঙ্কা। ৪-০-১৭-৩ বোলিং ফিগারটাই যে দেখাচ্ছে এই চায়নাম্যান আজ কতোটা দুর্বোধ্য ছিল লঙ্কানদের কাছে!

৪৬ বলে ৫০ রান নিয়ে এখনও শ্রীলঙ্কার ভরসা হিসেবে টিকে আছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তার সাথে যোগ দিয়েছেন অধিনায়ক দাসুন শানাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply