চট্টগ্রামের মানুষ না চাইলে সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প চাপিয়ে দেয়া হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার (১ অক্টোবর) সকালে রেলভবনে চট্টগ্রামের নাগরিক সমাজের প্রতিনিধি দল রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানকালে এসব কথা বলেন তিনি।
প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, চট্টগ্রামের ফুসফুস হলো সিআরবি। তাই ঐতিহ্যবাহী এই স্থানে কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণ না করার আহ্বান জানান তারা। এ নিয়ে রেলমন্ত্রী বলেন, এই প্রকল্প প্রধানমন্ত্রী কার্যালয়ের। জলবায়ু সম্মেলন শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
Leave a reply