আজও চলছে বাটলার-ঝড়

|

ইনিংস মেরামতের কাজ ভালোই করেছেন আজ জস বাটলার। ছবি: সংগৃহীত

ইংলিশদের ইনিংসের প্রথমাংশে যদি আধিপত্য থাকে লঙ্কানদের তবে, জস বাটলারের ব্যাটে পরের অংশে আধিপত্য করছে ইংল্যান্ড। অধিনায়ক এউইন মরগ্যানকে নিয়ে মাঠে আবারও ঝড় তুলেছেন এই মারকুটে উইকেটরক্ষক ব্যাটার।

শ্রীলঙ্কার দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানাকে দেখেশুনে খেলতে গিয়েই রানের গতি মন্থর হয়ে পড়ে ইংলিশদের। এক পর্যায়ে ইংল্যান্ডের রান ছিল ৯ ওভারে ৪৪ এবং ১০ ওভারে ৪৭। তারপর মরগ্যানকে নিয়ে ধীরে সুস্থে রান বাড়ানোর দায়িত্ব বাটলার তুলে নেন নিজ কাঁধে। করুনারত্নেকে টানা ৪ ও ৬ দিয়ে শুরু। এরপর লাহিরু কুমারার উপর দিয়েই গেছে বাটলার-ঝড়ের সবচেয়ে কঠিন ঝাঁপটা। মরগ্যানও যোগ দিয়েছেন বাটলারের সাথে আক্রমণে। দীর্ঘ সময়ের অফফর্ম কাটিয়ে ওঠার চেষ্টায় মরগ্যানের লড়াইটা তাই নিজের সাথেও।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রান। বাটলার ৬৯ এবং মরগ্যান ব্যাট করছেন ৩৩ রান নিয়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply