জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনবে ভারত। সোমবার গ্লাসগোয় কোপ-টোয়েন্টি সিক্স সম্মেলনে এ অঙ্গীকার করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এবারই প্রথম নেট জিরো অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো দিল্লি। যদিও ২০৫০ সালের মধ্যেই এ পদক্ষেপ কার্যকরে ধনী দেশগুলোকে চাপ দেয়াই ছিল এবারের জলবায়ু সম্মেলনের লক্ষ্য। নেট জিরোতে পৌঁছানোর জন্য ২০৬০ সাল পর্যন্ত সময় নিয়েছে চীন। তবে ২০৫০ সালের মধ্যেই কার্বন নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার (১ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোয় শুরু হওয়া জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছেন ১২০টিরও বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। প্রথমদিনেই বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ শীর্ষ ধনী ও কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতিনিধিরা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আরও নানা পদক্ষেপের অঙ্গীকার করেন তারা।
Leave a reply