নিজেদের নিয়মরক্ষার ম্যাচে উড়ন্ত সূচনা শ্রীলঙ্কার

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে পুরোপুরি তরুণ একটি দল নিয়ে খেলতে আসে শ্রীলঙ্কা। দাসুন শানাকার নেতৃত্বে আসা দলটি সম্ভাবনা নিয়ে আসলেও সেই অনুযায়ী পারফর্ম করতে পারেনি। হেরেছে নিজেদের খেলা প্রথম চার ম্যাচের তিনটিতেই। একমাত্র জয় আসে বাংলাদেশের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজেদের শেষ ম্যাচটি তাদের জন্য তাই শুধুই নিয়মরক্ষার। এমন ম্যাচে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। আর ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা।

এরমধ্যে ওপেনিং জুটিতেই আসে ৪২ রান। এই জুটি ভাঙ্গে আন্দ্রে রাসেলের বলে। দারুণ খেলতে থাকা কুশল পেরেরার উইকেট তুলে নেন রাসেল। ২১ বলে ২৯ রান করেন পেরেরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৮ ওভার শেষে ৬৭ রান। পেরেরা ২৯ রান করে আউট হলেও ২১ রান করে মাঠে আছেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। তার সাথে ব্যাট করছেন বাংলাদেশের সাথে দুর্দান্ত খেলা চারিথ আসালাঙ্কা। ১৫ রানে অপরাজিত আছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply